বাবা ছিল আমার আকাশ
আমার বাবা আমার এভারেস্ট
ছুঁতেও পারিনি কোনদিন !
বাবা আমার বটবৃক্ষ
তার ছায়ায় আমি লালিত
প্রচণ্ড দাবদাহে সুশীতল ছায়া ।
বাবা ছিল আমার স্বদেশ
বাবা ছিল আমার বিদেশ
বাবা ছিল আমার প্রতিরক্ষা ।
বাবা ছিল আমার আদালত
ন্যায়-অন্যায়ের কাঠগড়ায়
ন্যায়পরায়ণ বিচারকের এজলাসে ।
বাবা দেয়নি কখনো গায়ে হাত
অথচ পেতাম ভয় বাঘের মতো
কবরের নীরবতা যেন ঘরে ।
শেষবয়সেও বাবা কিছু গেলে খেতে
তুলেই দেবে আমার পাতে
যেন আমি বাহান্নতেও দশ ।
আজ বাবা নেই আজ ছাতা নেই
আজ বাবা নেই আজ মায়া নেই
বাবা আজ আমার নীরব কান্না ।