অগ্রহায়ণের ভোরে নরম রোদ জানালা দিয়ে
বিছানায় এসে পায়ের কাছে দাঁড়িয়ে পড়তো
ঠিক তখনই আমার ঘুম ভেঙ্গে যেত
আড়মোড়া খেয়ে গড়িমসি করে বাইরে এসে
দেখতাম একমুঠো শিশিরভেজা শিউলি
আমার দরজার সামনে রাখা
বাবা মসজিদ থেকে ফেরার পথে এসব কুড়িয়ে এনে
বোঝাতো ভোরে ওঠার সাথে তাজা শিউলির সম্পর্ক
আজ বাবা নেই , আজ আর কেউ শিউলি রাখে না
তবু শিউলি গাছ দেখলে তোমাকে মনে পড়ে বাবা ।