ভোরে খোলা জানালার পাশে
দোয়েলটা ডেকে বললো :
এই নরম আলোয় হেঁটে আয়
বাগানের ভিতর পথ দিয়ে
অমান্য করিনি তার কথা
বেরিয়ে পড়ি সেই পথ ধরে নদীর দিকে
কোকিল কী যেন বললো
একটা কুবো পাখি কুব কুব করতে করতে
কী যেন খুঁজছে ; কাঠঠোকরার ডাকে উন্মনা হয়ে
তাকিয়ে আছি , দুটো ফিঙে পাখি এ ওর পিছনে
আমি তো একা , নিঃসঙ্গতা যেন কাটে না
ধুর শালা এসব কী আজেবাজে ভাবনা
এগিয়ে চলি বাগানের পথ ধরে ---