বাঘ এসেছে বাঘ এসেছে সে-রাতে কী শোরগোল
আসলে তা বাঘ ছিল না ছিল একটা বাঘরোল ।
লাঠিসোটা তীর বল্লম নিয়ে বেরোয় সেই রাতে
এদিক ওদিক খোঁজে লোকে মোকাবিলা তার সাথে ।
আমি তখন ছোট বলে শুয়ে ছিলাম মার কোলে
মায়ের ভয়ও চোখে মুখে যদি সেথা আসে চলে ‌।
ঘরটি ছিল ভাঙাচোরা ছিল বাঁশের বেড়ার চটা
চিন্তা মায়ের আমায় নিয়ে করবে কী যে এলে ব্যাটা !
গাঁয়ের লোকে ইতিউতি চারিদিকে খুঁজে বেড়ায়
শান্ত পশু জানের দায়ে ছুটছে কেবল লোকের তাড়ায় ।
লুকিয়ে পড়ে গর্ত পেয়ে ঢুকিয়ে মাথা বাদার ঝোপে
ক্ষিপ্ত লোকে মারলো তাকে বল্লমে আর টাঙির কোপে ।
বাঘরোল তো বাঘের মতো দেখতে যদিও ওরা হিংস্র নয়
তবু কেন গাঁয়ের লোকে তাকে করে এত ভয় !
মৎস্যভোজী এই প্রাণী বাঘের মতো দেখতে বটে
তবু কেন বাঘ এসেছে এই কথাটা গাঁয়ে রটে !
লুপ্ত হতে হতে  এখন এরাও বুঝি হারিয়ে যাবে
সেদিনে তো বইয়ের পাতায় ওদের ছবি দেখতে পাবে ।