বাংলা আর ইংরেজি কোন কালে
ছিল বুঝি ভাই ভাই
বেশ কিছু শব্দে ধ্বনি আর অর্থে
তাই দেখি মিল পাই ।
Motherএর মা রেখে মানে থাকে এক
তাই দার করি আলাদা
বোঝে এটা যদু মধু রাম শ্যাম হরি
আর জানে ঘনাদা ।
আজকাল অনেকেই করে দেখি tag
যার মানে জুড়ে দাও
বাংলায় ত্যাগ হলে অর্থ পালটিয়ে
হয় অভ্যাস ছাড়াও ।
Flowerএর কেবল F আর L নিয়ে
আমরা বলি ফুল
কিন্তু কোনমতেই জেনো হবে নাকো
ইংরেজিতে fool
আবার দ্যাখো শব্দ আছে ইংরেজিতে
এইচ ইউ জি hug
এই শব্দ লিখতে গিয়ে ভুল করেও
লিখো না বাংলায়
লোকজন সব গন্ধ পাবে তখন
ছুটে যেন না পালায় ।
রক্তপায়ী কীট জানি বিছানায় বাস
করে মোটাসোটা bug
টিপে মারি হয় ছারপোকাকে
যখনই পাই বাগ ।
যত আছে শব্দ বাংলায় বলি সব
বল কল ফল মল
ইংরেজি ভাষাতেও  পাই জানি ভিন্ন মানে
Ball call fall mall ।
তাই বলি বাংলা আর ইংরেজি
ছিল ভাই ভাই
সেই কারণে দেখি অনেক কিছুতে
হুবুহু মিল পাই ।