মাঝে মাঝে ইচ্ছা হয় উত্তর কোরিয়া ঘুরে আসি
এমন ভাবনা আগেও ছিল
তখন ভাবতাম একবার সোভিয়েত ইউনিয়ন বেড়িয়ে আসি
সে আর যাওয়া হয়নি তারপর দেশটাই টুকরো টুকরো হয়ে কত যে নতুন দেশের জন্ম হলো
একবার ভাবি কিউবায় যাই
আজকাল হরহামেশাই দেশের ভূগোল পালটায়
একজন বললো খবরদার নর্থ কোরিয়ার নাম মুখেও এনো না , মুখ হাঁ-করা যাবে না
মুখে লিউকোপ্লাস্ট দিয়ে কতক্ষণ চলতে পারবে
আমি ভাবি হত্যা জুলুম নিপীড়ন তো সব দেশেই
কোথাও সাদা-কালোর লড়াই
নিম্নবর্ণের উপর উচ্চবর্ণের জুলুম
কোন দেশে শিয়াসুন্নির দাঙ্গা
মসজিদে বোমা বিস্ফোরণ
কোন আন্তর্জাতিক খেলা হয় না
খেলোয়াড়দের উপর হামলার ভয়ে
এদেশেও তো জাতিদাঙ্গা বাধানোর অবিরত প্রচেষ্টা
গোধরাকাণ্ডের কথা মনে পড়ে
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এখনো হাথরসে
সিরিয়ায় গৃহবিবাদ , সুদান ভেঙে দু'টুকরো
নিজ বাসভূমে মাটি কামড়ে লড়ছে প্যালেস্টাইন
আইসিসের অমানবিক আক্রমণ , গণহত্যা
শান্তি এখন কাঁঠালের আমসত্ত্ব
তার চেয়ে বরং ঢের ভালো আমাদের এই বাংলা
যেখানে পাখির ডাকে ঘুম ভাঙে
যেখানে নদীও কথা বলে
মাছরাঙা গাঙচিল পানকৌড়ির সাথে
যেখানে ঝর্ণার গান শোনা যায়
যেখানে দোয়েল শিস দিয়ে ডাকে ;
এখানে সাগর পা ধুইয়ে দেয়
ডুয়ার্সের মনভোলানো সৌন্দর্য
হিমালয়ের অপরূপ রূপ
রবীন্দ্রনাথের সোনার বাংলা
জীবনানন্দের রূপসী বাংলা
আমি সেই বাংলায় পড়ে থাকবো ।