নাম কী দাদা ?
বাসুদেব ।
পদবি কী ?
বসু দেব ।
বাবার নাম ?
বসুদেব তো !
পদবি একই ?
স্বাভাবিক তো ।
থাকেন কোথায় ?
কোন্নগরে ।
কী বললেন
কোন্ নগরে ?
কোন্নগর তো
হুগলি জেলায় ।
একবারে তো
গেছি মেলায় ।
শহর কেমন ?
বেজায় বড় ।
কাছের শহর
শ্রীরামপুর ।
আরেক দিকে
রিষড়া নাকি ?
জানতে আপনার
নেই তো বাকি !
আপনি কে ভাই ?
সাত্যকি ।
সত্যি বলেন
সত্য কি ?
সাত্যকি মাল।
কী বিচ্ছিরি
পদবির হাল !
কোথায় বাড়ি ?
শিলিগুড়ি ।
কাছাকাছি ?
ময়নাগুড়ি ।
আলাপ হয়ে
ভালোই হলো ।
বেড়িয়ে আসি
বন্ধু চলো ।