এসো আমরা একটু মন খুলে হাসি
প্রস্তরমূর্তির মুখে কেমন স্মিতহাসি
নদীতেও বয়ে চলে অগ্নিলহরী
মৃত্তিকার ফাটল দিয়ে অহরহ ঝরে রুধির ;
সব পরিস্থিতিতে হাসি বজায় রাখা আশু কর্তব্য
দ্যাখো না সার্কাসের ক্লাউন
নিজের করুণ কাহিনির মধ্যেও আমাদের মুখে
নির্মম ক্রূরতা বুকের ভিতরে লুকিয়ে রেখে
রঙবেরঙের পোশাকের নীচে
কতরকম ভঙ্গিমায় হাসিফোটানোর চেষ্টা করে ।
পাহাড় এবং সমতলভূমির এখন কী ভীষণ আলোড়ন
স্বদেশের বুকে আবার যেন ব্যাবিলনের শূনোদ্যান
তৈরির স্বপ্নে বিভোর ; এখন ঘৃণা আর আতঙ্কে দিন কাটে
আর মৃত্যুর রক্তের দাগবরাবর
আমরা চলি এগিয়ে ।