অস্বাভাবিক কিছু ঘটেনি । উলুধ্বনি শঙ্খধ্বনি অঞ্জলি দিয়েই তো বরণ করেছো । 'বিটি বাঁচাও'
প্রতিশ্রুতি পেয়ে ভেবেছিলে রথে চড়ে তোমাদের
মা-বোন-কন্যা তরতরিয়ে এগিয়ে যাবে ; রামরাজত্বে হরিণীরা সি়ংহের মাঝে বিচরণ করবে
কৃষক জোতজমিতে হিরণ্যের দ্যুতি এনে দেবে
চাষীর মেয়ে বৌয়ের মুখে জ্যোৎস্নার হাসি ফুটবে ।


অস্বাভাবিক কিছু ঘটেনি , অপ্রত্যাশিত কিছুই হয়নি
সীমান্ত সুরক্ষিত হয়েছে , শত্রুদেশের মুখে ঝামা ঘষে দিয়েছে
চন্দ্রায়নের উৎক্ষেপন হয়েছে , হবে
হররোজ অফিসে যাওয়ার ল্যাটা কমছে দিনে দিনে
শিশুরা বর্ণমালা চিনেছে ,
খিচুড়ি খেয়ে ঢেকুর তুলতে পারছে
মোবাইলে মেসেজ করতে শিখেছে
এরই মাঝে যে হারিয়ে গেছে , সে গেছে
উর্দিপরা শান্তিরক্ষক তাকে সম্মানিত করেছে
বাদবিবাদ তর্কবিতর্ক চলতেই থাকবে
দুচারজন মুখ নিশপিশ করা লোক বলতে থাকবে
বলে বলুক , দেশ তো এগিয়ে চলেছে
স্কুল কলেজ মন্দির বাড়ছে , কমছে তো না !
বেহালার সুর , খোল-কত্তাল , করতালিতে দেশ মুখরিত
অস্বাভাবিক কিছুই ঘটেনি , প্রত্যাশা মতো এগিয়ে চলেছে ।