তার গায়ের রঙ ছিল কালো
চোখ দুটিতে গভীর মায়া
ঘন আঁখিপল্লবে ঢাকা চোখ
মনে হয় শান্ত ছায়াঘন এক দিঘি
আমি তখন সবে নাইন
কয়েকজনের মতো ছিল আমারও লাইন
কিন্তু ছিল জাতপাতের মধ্যযুগীয় বাধা
তবুও সে সাঁতারে দুহাতে জল সরিয়ে
সকল প্রতিকূলতার মধ্যে আসে কাছে
তা থেকে পাই পাত্তা
পাত্তা থেকে প্রশ্রয়
প্রশ্রয় থেকে স্বপ্নে
বকের সাদা পালকের মতো
শরতের পেঁজা তুলোর মতো উড়ি আকাশে ।
তারপর --- তারপর একদিন কখন অজ্ঞাতে
মারণ রোগের বাসা বাঁধে তলে তলে তার শরীরে
যেন কারণে অকারণে আগের চেয়ে অনেক
অনেক ভালোবাসায় ভরিয়ে দিতে চায় ।
জ্ঞাতসারে তাকে বুঝতে না দিয়ে
প্রাণপণে তার পাশে থাকি ।
তারপর -- হঠাৎ তারপর একদিন
রাতের গাঢ় অন্ধকারে আমাকে
অন্ধকারে রেখে চুম্বন দিয়ে
সে চলে যায় ।