( পবিত্র কুরআনের জিলজাল সুরা অবলম্বনে লেখা )


যখন পৃথিবী প্রচণ্ডভাবে হবে প্রকম্পিত
ধরণী তার পেটের বোঝা করবে বহিষ্কৃত
মানুষ বলবে , আমার এ কী হবে
সেদিন তার কর্ম মৃত্তিকাই  বলবে
তার পালক মাটিকে দেন আদেশ
নানান দলে মানুষ হবে উপস্থিত
তাদের কৃতকর্ম হবে প্রদর্শিত
অণুমাত্র কর্ম সৎ
বিন্দুমাত্র কর্ম অসৎ
হবে দর্শিত ।


(জিলজালাহ্ শব্দটির সরলার্থ ভয়ানকভাবে কাঁপিয়ে দেওয়া । বিশাল এই ভূগোলোককে যেমনভাবে ঝাঁকুনি দিল কাঁপে ঠিক তেমনভাবে আল্লাহ্ এই  পৃথিবী কাঁপিয়ে দেবেন । ধরণী তার পেটের বোঝা বলতে মাটির বুকে মানুষ যেভাবে প্রোথিত বা মৃত আছে ঠিক সেভাবেই তাদের বাইরে নিক্ষেপ করা হবে জীবিত অবস্থায় ।)