যার যেমন মানসিকতা
তার ঠিক তেমন বন্ধুবান্ধব , সাঙ্গপাঙ্গ
আলো-আঁধারের সন্ধিক্ষণে
তাদের পোশাক থাকে মানানসই
ভাগাড়ে মরাগরু দেখলে রাতের অন্ধকারে
তার চামড়া ছাড়িয়ে বিক্রি করে
সমুদ্র সৈকতে বালুকারাশির মধ্যে মুক্তা খোঁজে
জুমার নামাজের দিন বড় আলখাল্লা পরে
হাতে তসবিহ ঝুলিয়ে মসজিদে যায়
ডুবন্ত মানুষকে যেমন বাঁচায় ডোবা থেকে
তেমনি সুযোগ পেলে চুবিয়ে মারে পুকুরের জলে
নিজের বসন পরিত্যাগ করে শান্তি চেয়েছিল
বিধ্বংসী নারীর কাছে দু'দণ্ডের জন্য
পোড়ো মন্দিরের ভিতরে সহসা
বিদ্যুৎ ঝলকে ছিন্ন , পড়ে থাকে নিস্পন্দ দেহ ।