সেইখানেতে বাড়ি ছিল
বাড়ির পাশে নদী ছিল
বাড়ির উঠোন লেপা ছিল
হলুদ শাড়ি পরা ছিল
কপালে তার সিঁদুর ছিল
সোহাগ করা স্বামী বিভুঁই
উথালপাতাল হলুদ শাড়ি
আপন স্বজন ভরা বাড়ি
তবুও ভাবে একলা নারী ।
বৌ কথা কও ডাকতো যখন
উন্মনা  মন ব্যাকুল তখন
দক্ষিণ হাওয়া ফিরে আসে
উদাসী মন দূর আকাশে
একলা কাটে আঁধার রাতি
নিষ্প্রদীপ তার ঘরের বাতি ।
বাড়ি আছে নদী আছে
নারী আছে শাড়িও আছে
সোহাগ স্বামী নেই যে কাছে
বিরহ তার পাছে পাছে  ।