আমার হাতে এক কাপ বিষাদ
হেলেঞ্চার মতো বিস্বাদ
তাকিয়ে আছি অসীম শুন্যতার দিকে
নিদানকাল কিনা জানিনা
তবে জীবনে এর আস্বাদন গ্রহন করতে হয়
পরিযায়ী পাখির মতো দুঃখ আসে দুঃখ
শৈত্যপ্রবাহ শেষে তারা চলে যায়
আমার হাতে এক কাপ বিষাদ
বিষাদের কাপ নিয়ে এঘর থেকে ওঘরে
পরিদৃশ্যমান জগত আমার চোখের সামনে বিলীয়মান
অথচ এ-জীবন ছিল রাগরাগিনীতে ভরা সঙ্গীত
এখন কোন সঙ্গীত শুনিনে
কলাবতী রাগের করুণ মূর্চ্ছনা কানে বাজে
আমি নির্বিকার থাকতে পারিনে
বিষাদের কাপ আছড়ে দিয়ে মেঝেতে
আমি আবার উঠে দাঁড়াই ।