তোমরা কেবল দোষ খোঁজ আর
পরের কর গিবত
নিজে ধোয়া তুলসীপাতা
বলো তোমার কী মত ?
পরের বাড়ি পরের গাড়ি
দেখে জ্বলে মর
পরের ছেলের সাফল্যতে
হিংসা তুমি কর ।
বন্ধু সেজে মিশে তুমি
হাঁড়ির খবর পাও
হাটের মাঝে সেই হাঁড়িটা
কেন ভেঙ্গে দাও !
কথায় বলে ঘুঁটে পোড়ে
গোবর হাসে তখন
বুঝবে কথা হাড়েহাড়ে
তুমি পুড়বে যখন ।