কানা বগা বলে শোন
উপায় আর নেই কোন
ওহে কানী বগী রে
ছানাপোনা বড় হয়ে
যার সেই চলে গেছে
দেখার কেউ নাই রে ।
কঞ্চির ডগাতে
আমার ছোটবেলাতে
বাম চোখ নষ্ট
ডান চোখে পড়ে ছানি
দেখিনা ভালো জানি
পাই বড় কষ্ট ।
কানী বগী বলে কেঁদে
আমারও এক ব্যথা
মনের গোপন কোণে
কোন্ ছেলে বড় হয়ে
বাপ মায়ে দেখে বল
শুনেছো কার সনে !
যতদিন বেঁচে আছি
যাই করি যাই খাই
দিতে  পারি সঙ্গ
রবো সাথে চিরদিন
মনে রেখো এই কথা
দেবোনা রণেভঙ্গ ।