কলম তরবারির চেয়েও যে ধারালো
একথা বোধ হয় শাসক ভুলে যায়
কেবল রাজ অনুগ্রহে জলখাবার পাওয়া ছাড়াও
অশ্বমেধের ঘোড়ার মতো বেপরোয়া সাংবাদিকও
যে থাকতে পারে সেকথা ভুলে যায়
তাই সবুজ প্লাসটিকে মোড়া ভারতের রাজপথকে
ডাইনে বাঁয়ে রেখে যখন ভারতমণ্ডপের দিকে
এগিয়ে গেলাম সহস্র ফোয়ারার উপরে নটরাজ
স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত থেকে
হাল আমলের ইণ্ডিয়া
ফেস্টুন , কাট-আউট আর গ্লো-সাইনে
একটাই চকচকে মুখাবয়ব আর দুএকটি পূর্ণাবয়ব
ফলিত কেশ আর শুভ্র শ্মশ্রু
মহার্ঘ বসন , তীক্ষ্ণ শ্যেনদৃষ্টি
দেশের প্রতিটি ধূলিকণা থেকে
ঈশান অগ্নি নৈর্ঋত বায়ু উর্ধ্ব অধঃ সর্বত্র ।
বিদেশের বেচারা সাংবাদিকদের অন্ধকারে রেখে
জো বাইডেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে
মাছি থেকে পোকামাকড় প্রবেশ করতে পারেনি
অথচ ইমানুয়েল মাকর , তাইয়েপ এর্দোগান
দিব্যি হেঁটে এসে সাংবাদিকদের মুখোমুখি হন
হঠাৎ শেষদিনে এস পি জি , স্নিপার ডগ , কম্যাণ্ডো
হৈ হৈ কাণ্ড --- পরিশেষে সাংবাদিকদের মুখে
ঝামা ঘষে দিয়ে হাত নেড়ে বাই বাই
ভাগ্যিস গৌরী সেন ছিল
তাই চার হাজার কোটি টাকা অকাতরে দিয়েছেন ।