সব নদীতে নামার ঘাট থাকে না
যে নদীতে পারাপারের ঘাট নেই
সেই নদী পেরতে হলে ভরা জোয়ারে
নৌকায় উঠতে হয় নইলে কাদা লাগে
ঠিক সময়ে নৌকায় না উঠলে অথৈ জলে
সময় এবং লগ্ন দেখে উঠলে
বৈতরণী পেরিয়ে যাওয়া যায় ।