পাহাড় মানুষকে প্রভাবিত করে
অন্ততঃ আমাকে তো করেছে
আর কীভাবে প্রভাবিত করেছে
তা বলতে পারবো না ;
তার বিপুল আকৃতির কাছে আমি নগন্য
তবু দিনের পর দিন
পাহাড়ে যেতে যেতে আমার প্রণয় হয়ে গিয়েছিল
বারবার পাহাড়ের কাছে ছুটে যেতাম
পাহাড় আমাকে দুঃসাহসী হতে শিখিয়েছে
ঝুঁকি নিতে উস্কানি দেয় ;
ভালোবাসতে শিখিয়েছে
পাহাড় শেখায় ছোট বড়য় বন্ধুত্বে কোন বাধা নেই
পাহাড় শেখায় বয়স ধর্ম কোন বাধা নয়
একের প্রতি অপরের অপরিসীম টান , মমতা
থাকলে পাহাড় কেন মরুভূমি , শুকনো গাছের
সাথেও প্রেমে পড়া যায় ;
দুটি হৃদয়ের কাছে আসার নাম বন্ধুত্ব
তাই পাহাড় আমার বন্ধু , একান্ত আপনার ।