হাত বাড়ালাম , বন্ধু পাওয়ার আশায়
তোমার চলন তোমার মনন বিষণ্ণতায় ভরা
আপনমনে পথে চল তুমি দৃষ্টি তোমার উদাস
কলেজের সেই নবীনবরণ তোমায় প্রথম দেখি
শঙ্খদীপের বরণে তুমি লজ্জাবতী লতা
শামুক-মনের ভিতর থেকে বাইরে তুমি এসো
একমুঠো রোদ ছুড়ে দিলাম তোমার সারা গায়ে
সামনে তাকাও দেখবে পাতা আমার একটা হাত
তোমার হাতে দেখতে পেলাম "বন্দী জেগে আছো"
যেখানে নীরার অসুখ স্ফুট সুনীলের কলমে ;
তোমায় নিয়ে না হয় আমি কাব্য একটা লিখি
হাত বাড়ালাম , বন্ধু হওয়ার আশায় ।