বংশের ধারা
    জামাল ভড়
চার পুরুষ
  আগে ছিল
    জমিদার এক
      আজ নেই জমিদারি
         ভাগবাটোয়ারা আর
             সরকারি অধিগ্রহণে
                 বিশেষ কিছু নেই তবু
                     আছে ঠাঁটবাট ষোল আনা
                         পলেস্তারাখসা ভাঙাচোরা
                             বাড়িতে চড়ুইপায়রার অবাধ
                                গতি, ইঁদুরের চিঁহিচিঁহি তবু
                              ধোপদুরস্ত আর বাবুয়ানি আর
                      ভুলে যায় একসময়ে ছিল তালপুকুর
                    অথচ এখন ডোবে না ঘটি মোটেও
                 ডুবে যায় ঋণের পাহাড়ে তবু
               ধার করে খায় ঘি আর ছাতা ধরে
             পাশে থাকে মোসাহেব একজন
           ভাঙ্গে তবু মচকায় না এমনই
        মানসিকতা , বলে বংশের
      ধারা ও রক্তের দোষ
যাই ভাবে ভাবুক লোকে ।