আমার বাবা দাদু যে অআকখ শিখেছে
আমিও তাই শিখেছি
বংশপরম্পরায় তোমার বর্ণমালায় হাতেখড়ি
পাখি সব করে রব আবহমানকালের কবিতা
মায়ের নাড়ির সাথে যেন যোগসূত্র
এ বর্ণমালায় চন্দ্রবিন্দু থাকলেও কোনদিন
নিজে চন্দ্রবিন্দু হবে না
সূর্যালোকের আলোয় জন্ম দেয় হাজার কবিতা
ভালোবাসার উপন্যাস , মন ভালোকরা গান বাউল
তৃণসবুজ বাঙালীর মনে হে বর্ণমালা তুমি ছিলে
তুমি আবহমান কাল টিঁকে থাকবে আমাদের হৃদয়ে ।