বর্ষা মানে রিমঝিম বা ঝমঝম
আঁধার মানে ভয় পেয়ে গা ছমছম
ব্রিজে ট্রেন গেলে কেন করে গমগম
মিষ্টি খেলে তুমি কেন খাও চমচম ।
বর্ষা হলে খিচুড়ি আর  মাছ ভাজা
শীতকালে শুয়ে পড়ো কম্বলে  সোজা
শরত কালে আকাশ কেন নীল নীল
শরতের সাথে কেন কাশের খুঁজি মিল ।