হচ্ছে তো হচ্ছেই                বৃষ্টি
ঝরছে তো ঝরছেই           বৃষ্টি
ঝাপসা হয়ে আসছে          দৃষ্টি
শুরু হলো এ কী অনা        সৃষ্টি
আকাশটা কি হলো            ফুটো
দেখছে খুঁজে চোখ             দুটো
কৃষ্ণকালো      মেঘ            গুলো
লাগছে কালো বেড়াল          হুলো
গজরায় শুধু     গর্             জায়
বরষায় আর     বর্             ষায়
ঢালছে ঢালছে তো              ঢালছে
চারিদিকে থই থই               ভাসছে
ভাসছে নৌকা সব               রাস্তায়
বাইরের লোকজন               পস্তায়
খালবিল নদীনালা               উত্তাল
সব কিছু করে দেয়              বাঞ্চাল
বাস্তুতে জল উঠে একা          কার
চারিদিকে মানুষের হাহা         কার
একেই বলে বুঝি বর্ষার          ভোগান্তি
মানুষের মনে তাই এখন        অশান্তি ।