শহর থেকে দূরে কোন শহরতলি
বড় রাস্তা ছেড়ে পেরিয়ে এক গলি
সেথায় আশ্রম , বৃদ্ধদেরই আবাস
স্বপ্নকুটির ছেড়ে বর্তমানে নিবাস ।
বকুলতলার চাতালেতে তাদের সময় কাটে
সময় পেলে তারা সবাই দুঃখহাসি বাটে
গল্প করে যার সাথে যার জমে কথা
কথার মাঝে লুকিয়ে আছে সুখব্যথা
কারো ছেলে ভিনদেশেতে কারো পৃথক
সবাই  চাহে তারা যেন সদা সুখী হোক ।
স্বপ্নকুটির ভূতের বাড়ি ইঁদুর ছুঁচোর বাসা
সেসব গৃহের মধুর স্মৃতি হৃদয়ভরা ঠাসা
লেখাপড়া শিখে তারা সত্যিকারের মানুষ
পিতামাতা আজকে যেন মিইয়েপড়া ফানুস ।
সময় পেলে ছেলেরা সব বাবার খবর নেয়
প্রতিবারেই তারা কিন্তু আশার আশ্বাস দেয়
কিন্তু তারা প্রতিষ্ঠিত , স্বার্থক বাবা আমি
চাহি 'তারা যেন সুখে থাকে হে অন্তর্যামী' ।