সারি সারি আম জাম তেঁতুল গাম্ভারি তাল তমাল
কাঁঠাল হিজল সর্জ সব মাথা নত করে
আতঙ্কগ্রস্ত চোখে তাকিয়ে কখন আসে তার পালা
ফণীমনসা পাতাবাহার অর্কিড ক্যাকটাস যাবতীয় সব নিশ্চল নির্বাক ।
বৃক্ষ কিরাতের রাক্ষসী ক্ষুধা ;
এক প্রাচীন বট যুক্তকরে মিনতি করে , রেহাই দিন মহামান্য!
ছাপোষা হরিণ বানর শিয়াল ঠাঁইহারা যে ! নদীরাও থমকে গেছে ,
ঋতু সরে সরে যায়
ভূমিকম্প খরা বন্যার অকাল দুর্যোগ নেমে আসে
আম-জাম-তাল-তমালের মধ্যে কোন সাহসী
খরগোশ নেই যে সামনে গিয়ে বলে ,
হুজুর আপনার মতো আরেক রাক্ষস আমাদের
পথ আগলে ছিল ! রাক্ষসে রাক্ষসে মুখোমুখি হোক
আমরা থাকি মানুষের পাশে মানুষের জন্য !