সেদিন যখন পার্কে তুমি আমার হাত ছুঁয়েছিলে
কেউ দেখেনি ভেবেছো ? হয়তো খেয়াল করে দ্যাখোনি
একটা দোয়েল শিস্ দিয়েছিল
দুটি ফিঙে গাছের ডালে লেজ নাড়িয়েছিল
মানব যখন উহ্য প্রকৃতি তখন পাশে
নদী সাগরকে ভালোবেসে চলে এগিয়ে
সব মেঘ পাহাড়ে গিয়ে বাধা পায়
একদিকে মুষলধারে বারিপাত
অপরদিকে বৃষ্টিচ্ছায়
শুকনোপাতায় লেখা চিঠি উড়ে যায়
অব্যক্ত বিনিময়ের করুণ সুর বাতাসে ।