বৃষ্টির আকাল , বৃষ্টির কী কসুর
যদি না মেঘ জমে হয় অসুর
জলধর বলে জমবো কিভাবে
উড়ে চলে যাই হাওয়ার প্রভাবে
কেন রে বাতাস উড়াস তোরা মেঘ
বলে সে , তাড়া খেয়ে পশ্চিমা বেগ ।
পূর্ব দোষে পশ্চিমাকে দেয় গালি
সে বলে তোরা কেন বৃষ্টি পাবি খালি ।
তোমরা যখন বৃক্ষ কাটিয়া করি লোপাট
বানাও আসবাব আর দরজার কপাট ।