কাঠফাটা রোদ্দুরে থুত্থুড়ে বুড়োটা
ধবধবে সাদা ধুতি বেলা তখন বারোটা
কুচকুচে কালো ছাতা ধীরে ধীরে যায় সে
হাঁসফাঁস করে শেষে খুকখুকে কাশে
জবজবে ভিজে জামা সপসপ করে
থরথর বুড়োটা জড়সড় ডরে
ছায়াছায়া গাছ দেখে বসে পড়ে তলে
পাশে দেখে ভরা পুকুর থৈ থৈ জলে
পকেটেতে মুড়ি ছিল মুচমুচে ভাজা
নড়বড়ে দাঁতে খেয়ে হলো তরতাজা
ঢকঢক খেয়ে জল চনমনে মন
গাছে হেলান দিয়ে সেথা বসেছে তখন
বুজে আসে চোখ তার ঘুমে ঢুলুঢুলু
খোঁজে খোঁজে আসে চলে পোষা ভুলু
লকলকে জিভ তার ছোঁকছোঁক করে
দেখে এক জেলে জালে ফেরে মাছ ধরে
ঘেউঘেউ করে ভুলু যেই পড়ে লাফিয়ে
জাল মাছ ফেলে জেলে ছুটে গেল পালিয়ে
কুড়মুড় করে খায় তিতকুটে পুঁটিমাছ
সহসা ঝড় শোঁ শোঁ , পড়োপড়ো গাছ ।
তাই দেখে ভুলু বুড়ো হনহন পায়ে
ঝটপট করে তারা ফেরে নিজ গাঁয়ে ।