তোমার নামের সাথেই আমার প্রথম পরিচয়
রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মন ভোলানো কবিতা ক্যামেলিয়া --
কল্পনার মেয়ে আর বাস্তবের ফুল ;
তারপর সুদূর নেদারল্যাণ্ডে অগণিত ক্যামেলিয়া
সে-নয়নাভিরাম দৃশ্য মনের মুকুলে চির ভাস্বর
তারপর যেখানেই গেছি আমার দু'চোখ শুধু
খুঁজেছে তোমায় ; হঠাৎ একদিন তোমাকে
পেয়ে গেলাম রবি ঠাকুরের কালিম্পংয়ের
বাড়ির সামনে ফুটে আছে । দু'চোখ ফেরাতে
পারিনি আমি -- অনিমেষ নয়নে চেয়ে দেখেছি ,
সেই প্রথম প্রেমের কথা ভেবে কিনে আনি
এক ক্যামেলিয়ার চারা ; আজ তখন আমার
ক্ষণিকার ছাদে যেদিন প্রথম হলো প্রস্ফুটিত
সেদিন কী করে আমি চোখ ফেরাই তোমার থেকে ।