চাঁদের কী দুর্নিবার আকর্ষণ তা সে-চাঁদ এক চিলতে
   হোক  বা একাদশীর হোক ; পূর্ণিমা হলে কথাই
       নেই ; চাঁদকে ঘিরেই আমাদের রূপকথা;
            চাঁদের টানেই হয় জোয়ার ভাটা
                  সমুদ্র উথালপাতাল
                       নদী উত্তাল
                          আসে
                           বান
                       ভাসে দু'কূল ।
                    উৎসব যত চাঁদকে
               ঘিরে হয় পালিত । একফালি
        ঈদের চাঁদ দেখার জন্য লক্ষ্য জোড়া
      পশ্চিম আকাশের দিকে তাকিয়ে খোঁজে
ভাতৃদ্বিতীয়া ,  পঞ্চমী , ষষ্ঠী ,  সপ্তমী থেকে দশমী কিংবাা পূর্ণিমা সব বয়ে নিয়ে আসে খুশির বন্যা।