আমার অতীত কোথায় হারিয়ে গেছে
আমাকে যেখানে নামিয়ে দিয়েছে তার
ঝরে পড়া পাতা থেকে কিছু রসদ আমার
সারা মুখে বুকে দেহে । দিনরাত সমান আমার
বাঁধাধরা জীবনের ছিন্ন সূত্র , ডানাদুটি ছাঁটা
এখন গৃহস্থ হবার কত কী পাঁয়তারা কষি .....
যে চেয়ারে বসেছিলাম তিন যুগ আগে
সেখানে আর বসতে পারবো না
এখন আমাকে দেখলে হয়তো দাঁতমুখ ভেঙচাবে
আর্দালি , অধস্তন কেউ আমাকে চিনবে না
একচিলতে মুচকি হাসিতে ব্যঙ্গ না সৌজন্য বড় জোর
খুঁজতে গেলে ইতিহাসের পাতা ওলটাতে হবে
তার চেয়ে বরং চাল ডাল ভাত নুন এবং
গাছপালা ফুল পাখি নিয়ে ডুবে থাকি
এসব তো দেখার সময় হয়নি কোনদিনই
আসলে ভুলেই গেছি মানুষ বদলায়
চেয়ার বদলায় না !