আসলে যে দেখতে কেমন
দূর আকাশের চাঁদটাকে
হাতছানির কোন্ ইশারাতে
ডাকছে শিশু , মাকে ।
সেদিন দেখি দেখতে ছিল
এক ফালি এক কাস্তে
ধীরে ধীরে বাড়ছে কেমন
সন্তর্পণে আর আস্তে ।
কভু আবার বড় হয়ে
একটা রুপোর থালা
নদীর বুকে ঝাঁপিয়ে পড়ে
দেখছে পল্লীবালা ।
চাঁদেও নাকি পাহাড় আছে
আছে কালো গর্ত
চাঁদটা যদি হাতে পেত
শিশু খেলা করতো ।