ছোট্ট খুকু বায়না ধরে
চায় না খেতে মোটে
অবোধ মাতা বোঝায় তারে
পিছু পিছু ছোটে ।
মুঠিতে তার দুধমাখা ভাত
মায়ের অবুঝ মন
খুকুর ক্ষিধে মায়ের জ্বালা
চিন্তা সর্বক্ষণ ।
খুকু ভাবে না খেয়ে সে
মাকে করে জব্দ
খা না বাবা লক্ষ্মী বাবা
দরদভরা শব্দ ।
ছোট শিশু না খেলে মা
চিন্তায় হবে সারা
মায়ের জ্বালা বোঝে নাকো
অবোধ শিশু যারা ।