সব কিছুই এখন অতীত
আমার সেই দালান , সেই ঘুলঘুলি
সেই ইট খোয়া পলেস্তারা খসা গলি
সেই বিরেন বাড়ির খোদল
যা কিছু ছিল আমার বড়াইয়ের সম্বল
লোকে বলে বিপর্যয়
আসলে তখনো জানতাম না
অকেজো করে ফেলেছি
আগুনে পুড়িয়ে ফেলেছি
আমার চঞ্চু , পক্ষ্ম , পদযুগল
তখন যদি বাবুইয়ের কথা শুনতাম !


আকাশচুম্বী অট্টালিকা
শব্দতরঙ্গ , ধোঁয়ায় লেপা আকাশ
সব বিড়াল সেজে ওৎ পেতে আছে
আর একদিন আমরাও অতীত হয়ে গেছি ।