অনেক স্মৃতি জড়িয়ে আছে
হাতপাখা ওই দেয়ালে
দাদু আমার করতো হাওয়া
আপন মনের খেয়ালে ।
যখন আমি ছোট ছিলাম
ছিল না বিদ্যুৎ
সেই সময়ে এই হাতপাখাই
ছিল বাঁচার দূত ।
দাদুর পাশে শোয়ার সময়
গল্পবলার সাথে
করতো হাওয়া তালপাতার এই
ছোট্ট হাতপাখাতে ।
সেই পাখাটাই যত্ন করে
দেয়ালে আছে রাখা
ছোট্টবেলার দাদুর স্মৃতি
আদর-যত্ন মাখা ।