যত সাদা যত দামি হোক না কাপড়টা
পড়বে দেখো সেথা একটা দাগের ছিটা
আকাশের যে চাঁদ সেও কি নিষ্কলঙ্ক
না গো না তারও আছে জেনো কলঙ্ক।
তাই বয়েই গেল কে কী বলে লোকে
তোমার কাজ তুমিই করো ইহলোকে  ;
ভাঁটা দেখে পিছিয়ে গেলে করবে তুমি ভুল
ভাঁটার পরে জোয়ার এসে ভাসবে দু'কূল ।
কুকুরের কাজ কুকুর করে ঘাবড়িও না মোটে
তাই বলে কি মানুষ তার পিছু পিছু ছোটে ।