"চিন্তা চিতা দ্বে যমজে
চিতা দহতি তু নির্জীবম্
চিন্তা দহতি তু সজীবম্"


তুমিও পুড়ছো আমিও জ্বলছি
তবু তফাত কত দেখো ভাই !
থরে থরে কাঠ সাজানোগোছানো
মধ্যিখানে তুমি দিব্যি শুয়ে
তুমি পুড়ছো তো পুড়ছোই
বিকারহীন চিত্তে ।


আমিও জ্বলছি তবু চলছি
আমি জ্বলছি তবু ফিরছি
আমি জ্বলছি তো জ্বলছি
মনের গহিনে দুখের দহনে
তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি ।
শয়নে স্বপনে এবং জাগরণে
ব্যর্থ মননে আত্মহনন করে চলেছি ।