একা থাকার বাসনা আমার নেই
অথচ মোটা অংকের দেনমোহর
কল্পনার অতীত তাই ন্যূনতম অংকে
জেওরছাড়াই তোমাকে এনেছি ঘরে
ঘরে আসবাব বলতে শোয়ার একটা চৌকি
মায়ের রেখে যাওয়া কাঁথা , খানকতক বালিশ,
জলের কলসি ; আমার আছে গতর , খাঁটি মন,
ঘরের চালে চালকুমড়ো কখনো , কখনো পুঁইশাক
ঘরের সামনে বেড়াঘেরা ছোট্ট একটা ফুলবাগান
টগর , হাসনুহানা কামিনী আর মরসুমি ফুল
আমি হাত পেতেছি , তুমি মেলাও হাত
মন দিলে পাবে মন , দেহ দিলে দেহ ,
দুটি অবয়ব এক হলে বাড়বাড়ন্ত হতে কতক্ষণ !