আবার কোন সময়ে দুঃখ পেলে আমাকে বলো
মানসিক ব্যথা দূর করতে বিশল্যকরণী এনে দেবো
রাতের পর রাত ঘুম আসেনি তোমার চোখে
ঘুমের ওষুধ খেয়ে খেয়ে বেড়ে গিয়েছিল বুকের স্পন্দন
তারপর তুমি যখন ফোন করলে বলেছিলাম
কীভাবে দুশ্চিন্তা কমিয়ে রাতে আসে ঘুম
অফিসের চাপ সামলে বাড়িতে ফিরেও
প্রাণান্তকর পরিশ্রমে তুমি নাজেহাল ,
শিরদাঁড়ায় , পেশীতে ব্যথায় কাতরেছিলে ;
নিজেকে সর্বস্ব দিয়েও পাওনি মন
তোমার মন সর্বদা কেমন আধমরা হয়ে থাকে
বুকের কান্না চেপে রাখতে পারো না বলেই
নীরবে বালিশ যায় ভিজে ; গুমরে মরে বোবা কান্না
আমি তোমাকে বলছি : এদিনের হবে অবসান
দুঃখ ভুলে যাবে , কষ্ট দূরে যাবে
তোমার আকাশে আবার শুক্লপক্ষের চাঁদ উঠবে ।