রাতের আঁধার ফিকে হলো
লাজুক ভানুর উদয় হবে
চোখ কচলে মেলবে আঁখি
তিমির বাবু দূরে যাবে ।
দয়েল ফিঙে ডেকে ডেকে
গাইছে শোন ভোরের গান
শয্যা ছেড়ে উঠতে হবে
কচিকাঁচার হচ্ছে অভিমান ।
কর্মমুখর দিনের শুরু
নদীনালায় মাঠেঘাটে
কৃষক ভাইয়ের , মাঝি ভাইয়ের
কাজের চাপে রয় না বাটে ।
এমনি করে দিন চলে যায়
আবার যখন নিশীথ আসে
সারাদিনের ক্লান্তি মোছে
ছেঁড়া চাটায় ঘুমায় অনায়াসে ।