তোমার আমার ছোটবেলায়
অনেক কিছুর ফারাক ছিল
বাবামায়ের বকা ছিল
ভাইবোনের ঝগড়া ছিল
চোর-পুলিশ খেলা ছিল
লুকোচুরি খেলা ছিল
দিনগুলো সব অন্য ছিল ।


লুকিয়ে কুলপাড়া ছিল
বিকেলে ঘুড়ি ওড়ানো ছিল
পুকুরে ছিপফেলা ছিল
দল বেঁধে সব সাঁতার ছিল
পাঁচ পয়সার আইসক্রিম ছিল
রথে পাঁপড় কেনা ছিল
দিনগুলো সব অন্য ছিল ‌।


স্কুলে পড়া না পারলে তখন
বেঞ্চে কিন্তু দাঁড়ানো ছিল
স্যারের কানমলা ছিল
বন্ধুর গোপন চিমটি ছিল
বকুলফুল কুড়ানো ছিল
ফেরার পরে হুল্লোড় ছিল
দিনগুলো সব অন্য ছিল ।


আমকুড়ানোর চল ছিল
বাঁশবাগানে সব ভূত ছিল
উনুনে আলু পোড়ানো ছিল
হড়াপোড়ার স্বাদ ছিল
তেঁতুল খাওয়ার মজা ছিল
ফলভরা সব গাছ ছিল
নানান পাখির ডাক ছিল
দিনগুলো সব অন্য ছিল ।


ছোটবেলার দিনগুলো সব
অন্য রকম মজা ছিল
ছিল না টেলিভিশন তবে
গল্পদাদুর আসর ছিল
অনুরোধের আসর ছিল
মহালয়া শোনার হিড়িক ছিল
হেমন্ত লতার গান ছিল
চড়কে যাওয়ার মজা ছিল
যাত্রাদেখার ধুম ছিল
দিনগুলো সব অন্য ছিল ।


ছিল না ফোন মোবাইল কিছু
ছিল না নেট , ছিল না গেম
ছোটবেলায় শুকতারা ছিল
লুকিয়ে নবকল্লোল পড়া ছিল
বাবার পকেট হাতড়ানো ছিল
ধরা পড়লে পিঠে মার ছিল
রূপকথার সব গল্প ছিল
দিনগুলো সব অন্য ছিল ।


গোলাভরা ধান ছিল
বাগানভরা ফল ছিল
সূর্যমুখীর ক্ষেতে যেতাম
টিয়াপাখি ধরার লোভে
শশাক্ষেতে যেতাম ছুটে
খরগোশ ধরার ফাঁদ পেতে
টুনটুনির বাসা খুঁজে
ছোট ছোট ডিম পেতাম
সাপকে ভীষণ ভয় পেতাম
দিনগুলো সব অন্য ছিল ।


ঘরে মাটির দেয়াল ছিল
বাগানে শেয়ালের ডাক ছিল
শকুনের মরাকান্না ছিল
ডাহুক পাখির ডাক ছিল
বেদের হাঁপুইটানা ছিল
কলের গানের মজা ছিল
পাড়ার লোকের শাসন ছিল
গ্রামে সবার মিল ছিল
দিনগুলো সব অন্য ছিল ।