কবি সাহিত্যিক দিওতিমাকে পাশে চান
জিউস তো মান্য করেছিলেন দিওতিমাকে
প্লেটো পেয়েছিলেন অনুপ্রেরণা সিমপোসিয়ামে
'ভালোবাসার দর্শন' শিখেছিলেন যৌবনে
'লাভ অফ ল্যাডারসে'  ছ'রকমের ভালোবাসার
কথা বলে বলেছিলেন , অন্তরে
মহান সক্রেটিসকেও দিতেন উৎসাহ
আমিও পাশে চাই দিওতিমাকে
আমার কবিতার অনুপ্রেরণা
অথবা এসপাসিয়াকে , যে পেরিক্লিসের
দেহ মন জুড়ে ছিল আমৃত্যু ।
আমার পাশে তুমি এসপাসিয়ার মতো
এথেন্সে বিদেশিনী হয়ে থেকেছিল যেমন
ঠিক তেমনি আমার পাশে তুমি
না হয় বিদেশিনী হয়েই থাকো
আর আমি লিখে যাই কাব্য ।