(পবিত্র কুরআনের আল ইনফিতার সুরা অবলম্বনে রচিত)


যখন আকাশ হবে বিদীর্ণ
নক্ষত্ররাজি হবে ছিন্নভিন্ন
সমুদ্র হবে উত্তোলিত
কবর হবে উন্মোচিত
সবাই হবে জ্ঞাত
তাদের পূর্বের  সকল কৃত
এবং পশ্চাতের সকল কৃত
হে মানব সম্প্রদায় তোমরা কেন করেছো প্রতারণা তাঁকে
যিনি তোমাদের করে সৃষ্টি করেছেন সুসম ও সুসমঞ্জস
তাঁরই ইচ্ছায় গঠিত তোমার আকৃতি
অথচ তোমরাই করেছো বিচারদিবসকে অস্বীকার
নিশ্চয়ই তোমাদের জন্য আছে হিসাবরক্ষক
সম্মানিত হিসাবরক্ষক
তারা জানেন তোমাদের প্রতিটি কৃতকর্ম
আর সুখে থাকবে সৎকর্মপরায়ণ মেনে চলে ধর্ম
অপকর্মকারীদের শাস্তি প্রজ্বলিত আগুনে
সেখানে প্রবেশিবে প্রতিদান দিনে
না পাবে রেহাই হতে গরহাজির
কীভাবে অবগত হবে প্রতিদান দিবস কবে
পুনরায় শোন প্রতিদান দিবস হবে কবে
যেদিন রবে না কোন ক্ষমতা মানুষের
সকল ক্ষমতা রবে মহান রবের ।