তুমি রৌদ্রের খোঁজে যেতে চাইলে যাও
তুমি ছায়ার তলে থাকতে চাইলে যেওনা
চাঁদ অন্ধকারের সাথে থাকে
গন্ধরাজ লেবুর টানে কোলের ভাত ফেলে যেওনা
রান্নাঘর ছেড়ে শূন্য আকাশ পরিক্রমায় গিয়ে কী লাভ
তার চেয়ে মাটির কাছাকাছি থাকো
আমাকে মুক্তি দিতে না তুমি মুক্তি পেতে
তুমি চলে যেতে চাও আর আমি
শান্তি আর শাস্তির মাঝামাঝি পড়ে থাকি ।