কালকেউটের মনে ছিল
বিশাল অহংকার
এক ছোবলেই মরণ হবে
পিছু নিলে তার ।
একদিন দুই বেজি এসে
বলে , দেখবি মজা ?
পাঠিয়ে দেবো অবিলম্বে
জাহান্নামে সোজা !
ফণা তুলে ফোঁস ফুঁসিয়ে
ছোবল দিল যেই
বিষ ঢাললো মাটির উপর
বেজি সেথায় নেই ।
সামনে পিছে দুই দিকেতে
আসছে বেজি তেড়ে
এই বুঝি বা দুজন নেবে
প্রাণটি সাপের কেড়ে ।
কালকেউটে সামনে দিকে
ছোবল দিতে যায়
অমনি আরেক বেজি এসে
কামড় দিল পায় ,
কামড় খেয়ে সাপটি তখন
ছোবল দিল মেপে
ঠিক তখনি একটা বেজি
ধরলো টুটি চেপে ;
হাওয়ার বেগে দৌড়ে এসে
নিমেষ-গোনা দণ্ডে
দংশে দংশে সাপের দেহ
করলো দুটি খণ্ডে ।
অহংকারী কালকেউটের
দম্ভ ধুলোয় লোটে
দম্ভভরা মানুষজনের
ভাগ্যে এমন ঘটে ।