ও-পার যদি ইস্ট বেঙ্গল
এখন বাংলাদেশ
এ-পার পশ্চিম বাংলা
আমরা আছি বেশ ।
ও পারেতে হালবলদ
এ পারেতেও নদী
এ-পার ও-পার উভয় দেশের
ভাগ না হতো যদি ।
সুজলা সুফলা ও-পার হলে
এ পারেও শ্যামলিমা
স্বার্থপর ও দেশবিরোধী
লোকে লাগায় কালিমা ।
ও পারেতে মেহমানদারি
এ পারেও উদার মন
দু'পারেতেই বদ্বীপ আছে
আছে সুন্দরবন
ও পারে যে-গণতন্ত্র
ও-পারেও একই দশা
কিন্তু আছে দু' পারেতে
ডেঙ্গুবাহী মশা ।
মুগ্ধ আমি মুগ্ধ সবাই
ভীষণ অপরূপ
কেউ বা জ্বালায় আগরবাতি
কেউ বা জ্বালায় ধুপ ।