দুই বোন অবিকল এক রকম
যেন এক মায়ের সহোদরা
রূপসী ও লাবণ্যময়ী পারমিকার মতো
দূর্বার মতো কোমল হৃদয়
পাহাড়ের মতো বক্ষদেশ
পরনে ঘনশ্যাম বেশ , সাগর-ধোয়া পা
বড় বোনের নদী ভরা যৌবন
হাসানের খালার যেমন
উত্তাল আকর্ষণ চোখেমুখে
কপোতাক্ষের মতো চোখ
কর্ণফুলীর মতো নৃত্য পটিয়সী ।


ছোটবোনই বা কম কীসে যায়
উষ্ণপ্রস্রবনের মতো টগবগে
কেউ বলে তিস্তার মতো ছটফটে
কেউ বলে তোর্সার মতো খরখরে ।


মেঘের মতো ঘনশ্যাম কেশ দুজনেরই
বড়বোন বাঁধে কবরী , ছোটবোন বেণী
উভয়ের বাগানে মল্লিকা করবী জুঁই
গাছে গাছে দোয়েল ফিঙে বুলবুলি
এমন মিষ্টি ভাষায় কথা বলে দুজনে
পাহাড়ও কান পেতে শোনে
যখন একতারা বাজিয়ে বাউলের সুর শোনে
দুই বোনই একসুরে গায়
"সকল দেশের সেরা ;
সে যে স্মৃতি দিয়ে ঘেরা" ।