চুরুলিয়ার দুখু মিয়ার জন্ম থেকেই দুঃখ
জৈষ্ঠ মাসের প্রখর রোদে মাটিও ছিল রুক্ষ
দরিদ্রতায় পিষ্ট হয়ে বড় হওয়ার শপথ
পড়ার ফাঁকে চায়ের দোকান দেখিয়ে দিল পথ
যাত্রাদলের গান লিখে তাই করেন উপার্জন
সরল সাদা হলেও তাঁহার দৃঢ়চেতা মন ।
লেখাপড়ায় সাঙ্গ টেনে গেলেন তিনি যুদ্ধে
কলম ধরেন এবার তিনি জাতিভেদের বিরুদ্ধে
গান কবিতা নাটক লিখে ফেলে দিলেন সাড়া
পাঠককুলে আসন পেলেন সবার নজর কাড়া ।
নাটক উপন্যাসেও তিনি কাড়েন সবার দৃষ্টি
গানেই তিনি দহনকালে আনেন দেখি বৃষ্টি ।
মরূদ্যানেও ফোটে দেখি তাঁর কবিতায় ফুল
তিনিই সবার প্রিয় কবি বিদ্রোহী নজরুল ।