লঝঝড়ে গাড়িতে চার অভিযাত্রী
ড্রাইভার-সিটে ছিল লটপট ছেত্রি
এঁকেবেঁকে ঘুরে ঘুরে
গাড়ি ওঠে ধিকধিক
পাহাড়ি রাস্তায় গাড়ি বড় বেগ পায়
ধক্ ধক্ করে গাড়ি হঠাৎই থেমে যায়
লটপট বলে দাদা কারবোরেটর গরম
জল ঢেলে মাথা এর করে দেখি নরম
বালতি নিয়ে সে কোথা হয় নিরুদ্দেশ
যাত্রী বোঝে আজ দুর্ভোগের একশেষ
একঘণ্টা পরে এসে
জল ঢেলে অবশেষে
বলে দাদারা সব নেমে  মিলে গাড়ি ঠেলুন
গাড়ি যদি বিগড়োয় আমার কী দোষ বলুন !
কী আর করে বেচারারা
ঠেলে ঠেলে হয়রান তারা ।
তবু গাড়ি গর্-র্-র্ গর্-র্-র্ ফুটফাট
হয় বটে স্টার্ট তবু থেমে যায় হুটহাট ।
তিনসুকিয়া থেকে যেতে হলে দার্জিলিং
হেঁটে হেঁটে লাগে লাগুক পুরো তিনদিন ।
শিলিগুড়ি থেকে সবে এসে তিনসুকিয়া
এই ভোগান্তির কথা তারা দেখেনি ভাবিয়া
কপালের ফাঁড়া ছিল , দিল বাড়াভাতে ছাই
পস্তায় এখন শেষে আগে তারা ভাবে নাই ।